Felicitation by Lions
মানবাধিকার, শিক্ষা ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাদিক মোহাম্মদ লস্করকে সংবর্ধিত করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি। ১০ ডিসেম্বর ২০২২ ইংরেজি শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলচর সদরঘাটে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টাউন হাই স্কুলে।
মুখ্য অতিথির বক্তব্যে সাদিক মোহাম্মদ লস্কর বলেন, মানুষের অধিকার মাত্রই মানবাধিকার। কিন্তু এর বিশেষ কিছু পরিভাষা রয়েছে, মানবাধিকারের কাজ করার বিশেষ কিছু পন্থা রয়েছে, আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে কিছু আইনকানুন রয়েছে সেগুলোর উপর ভিত্তি করেই মানবাধিকার রক্ষার সংগ্রাম চলে আসছে এবং চলবে দীর্ঘদিন। তিনি বলেন বাঁচার অধিকার নিয়ে যে সংগ্রাম তা এখনো চলছে। মানুষের প্রাণ ও সম্পত্তির নিরাপত্তা রক্ষার এই সংগ্রাম কোনদিনও থেমে যাবে না। তিনি বরাক উপত্যকায় মানবাধিকার আন্দোলনের কিছু তথ্য তুলে ধরেন। বেশ কয়েকটি ক্ষেত্রে সরকার প্রদত্ত ক্ষতিপূরণের তথ্যও তুলে ধরেন তিনি। মানবাধিকার সম্পর্কে মানুষের সচেতনতার অনেক অভাব রয়েছে বলে তিনি জানান। আমাদের অধিকার রক্ষার জন্য নিয়োজিত সরকারি কর্মকর্তারা প্রায়ই আমাদের অধিকার হরণ করেন। আর তখনই মানবাধিকার আন্দোলনের প্রয়োজন হয়ে পড়ে। এই আন্দোলনে নিপীড়িত ব্যক্তিকেই হতে হবে মূল আন্দোলনকারী, অন্যান্যরা এই আন্দোলনকে ফলপ্রসূ করে তোলার চেষ্টা করতে পারেন। তিনি পুলিশি আতিশয্যের বিরুদ্ধে করণীয় কী তাও বুঝিয়ে দেন। তিনি বলেন, আইনকে মেনেই মানবাধিকারের আন্দোলন। কোনও আইন যদি মানবাধিকার বিরোধী হয়, তবে সেই আইন প্রত্যাহার করার জন্য আন্দোলন করা যায়। কিন্তু যতক্ষণ এই আইন রয়েছে ততক্ষণ সেই আইনের প্রতি সম্মানবোধ থাকতে হবে। আইন অমান্য করে মানবাধিকার আন্দোলন হয় না। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্য করে শিক্ষার অধিকার নিয়ে ব্যাপক আলোচনা করেন। শারীরিক ও মানসিক শাস্তি না দেওয়া, মূল্যায়ন প্রথা ইত্যাদি সম্পর্কে শিক্ষকদের মধ্যে এখনো পর্যন্ত সচেতনতা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। শিক্ষকদের মানসিকতা পরিবর্তন এবং শিক্ষাদানের উপযুক্ত পরিবেশ তৈরির ব্যাপারে সরকারের গুরুত্ব কম রয়েছে বলে তিনি মতামত পোষণ করেন। শিক্ষক নিয়োগ, পরিকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ প্রদান ও সমাজের মানসিকতা পরিবর্তনের উপর তিনি জোর দেন। তিনি বলেন, শিক্ষকদের অপমান করার অধিকার কারো নেই। বিভিন্ন সময়ে অভিভাবক, রাজনীতিক বা সংবাদকর্মীদের দ্বারা প্রকাশ্যে শিক্ষকদের অপমান করা একেবারেই উচিত নয় বলে তিনি মত প্রকাশ করেন। এছাড়াও শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষকদের নিয়োজিত না করে তার জন্য টাস্ক ফোর্স গঠন করার পরামর্শ তিনি দেন। প্রতিটি স্কুলে শিক্ষকদের শিক্ষা ছাড়াও নানান ধরনের কাজ করতে হয় যার জন্য পর্যাপ্ত সংখ্যক কেরানী নিয়োগেরও তিনি দাবি জানান। শিক্ষক সংস্থাগুলোকে এ ব্যাপারে ইতিবাচক মনোভাব নিয়ে আন্দোলন করার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন টাউন হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন শুক্লবৈদ্য। সঞ্চালনা করেন লায়ন্স ক্লাব সম্পাদক সঞ্জীব রায়। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি শংকর ভট্টাচার্য।
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02WS3dN7SoLosWT7uCcfoSCwoS9sUaV8zVFukSKAnZNd5Ap6dsXDZePyoGNKzQhQrl&id=100084791871289
https://www.hashiyesebahar.com/2022/12/Lions-Club-of-Silchar-Valley-celebrates-Human-Rights-Day.html?m=1
https://baraktaranga.com/?p=18802&frame-nonce=4a66757bb9
Comments
Post a Comment