Felicitation by Lions

মানবাধিকার, শিক্ষা ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাদিক মোহাম্মদ লস্করকে সংবর্ধিত করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি। ১০ ডিসেম্বর ২০২২ ইংরেজি শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলচর সদরঘাটে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টাউন হাই স্কুলে। মুখ্য অতিথির বক্তব্যে সাদিক মোহাম্মদ লস্কর বলেন, মানুষের অধিকার মাত্রই মানবাধিকার। কিন্তু এর বিশেষ কিছু পরিভাষা রয়েছে, মানবাধিকারের কাজ করার বিশেষ কিছু পন্থা রয়েছে, আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে কিছু আইনকানুন রয়েছে সেগুলোর উপর ভিত্তি করেই মানবাধিকার রক্ষার সংগ্রাম চলে আসছে এবং চলবে দীর্ঘদিন। তিনি বলেন বাঁচার অধিকার নিয়ে যে সংগ্রাম তা এখনো চলছে। মানুষের প্রাণ ও সম্পত্তির নিরাপত্তা রক্ষার এই সংগ্রাম কোনদিনও থেমে যাবে না। তিনি বরাক উপত্যকায় মানবাধিকার আন্দোলনের কিছু তথ্য তুলে ধরেন। বেশ কয়েকটি ক্ষেত্রে সরকার প্রদত্ত ক্ষতিপূরণের তথ্যও তুলে ধরেন তিনি। মানবাধিকার সম্পর্কে মানুষের সচেতনতার অনেক অভাব রয়েছে বলে তিনি জানান। আমাদের অধিকার রক্ষার জন্য নিয়...